দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়

" শিক্ষাই জাতির মেরুদণ্ড "

দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়

ডাকঘরঃ মোহনপুর ,উপজেলাঃ মতলব উত্তর, জেলাঃ চাঁদপুর

স্থাপিত:- 1945 ইং,   প্রতিষ্ঠান কোডঃ 7356 ,   EIIN No: 103906

স্কুলের ইতিহাস

স্কুল প্রতিষ্ঠার ইতিহাসঃ বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাটি একটি ঐতিহ্যবাহী জনপদ। শিক্ষা-দীক্ষায় জনপদটির পরিচিতি সু-প্রাচীন। এক সময় এ-এলাকার মানুষ স্কুল পর্যায়ের শিক্ষা অর্জনে যেত দুর-দুরান্তে। চাঁদপুর, ঢাকা অথবা কলকাতায়। সচেতন ও নেতৃস্থানীয় এলাকাবাসী নিজ এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজন অনুভব করতে থাকেন। আজ থেকে প্রায় ৭০ বৎসর পূর্বে এক মাহেন্দ্রক্ষণে ১৯৪৫ ইং সনে এই এলাকাকে আলোকিত করতে প্রতিষ্ঠিত হয় দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার জন্মলগ্ন হতে এদেশের মানবসম্পদের ও মানবীয় গুণাবলী বিকাশে তথা শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কৃষ্টি, সঠিক ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে বলিয়ান সুনাগরিক হিসাবে গড়ে তোলার কারিগর হিসাবে কাজ করে যাচ্ছে।

594578

সভাপতি মহোদয়ের বাণী

বিদ্যালয়ের সঠিক উন্নয়নে আমি সর্বদা সচেষ্ট থাকি। শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। যথাসময়ে শিক্ষকদের বেতন পরিশোধের ব্যবস্থা করে থাকি। প্রতি বৎসর বিদ্যালয়ের ভাল ফলাফলের জন্য আমি গর্বিত।

প্রধান শিক্ষকের বাণী

আমাদের বিদ্যালয়টি মেঘনা ধনাগোদা নদী বেষ্টিত মনোরম পরিবেশে অবস্থিত। প্রতি বৎসরই বিদ্যালয়ের ফলাফল ভাল। লেখাপড়ার মান উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ প্রশংসনীয়। প্রত্যেক বিদ্যালয়ে বাধ্যতামূলক ওয়েবসাইট খোলা বর্তমান সরকারের আরো একটি সময় উপযোগী পদক্ষেপ।

ডাউনলোডস

Scroll to Top